পারবে তুমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

পারবে তুমি
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২২-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
ভয় পেয়ো না, ভয় পেয়ো না, বেশী কিছু চাই না,
বলছি শুধু—চেষ্টা করে এগিয়ে যাও না।
পারবে তুমি নবীন আলো, চাই দেখি ভয়হীন,
তোমায় নিয়ে উড়ে যাব, থামাতে না আর কোনদিন!

ভীতুরা কাজ দেখে ভাই, ভয় পায় কতই না,
জানে না সে—জানে না, বীর যোদ্ধা দমে না।
এসো তুমি যুদ্ধে এসো, শোধ করো যত ঋণ,
জয় করে এগিয়ে যাও—অমর হও চিরদিন।

ভয় পেয়ো না, ভয় পেয়ো না, অন্য কিছু চাই না,
প্রাণের মাঝে শপথ আছে, তাতে তুমি হারবে না।
অভয় দিচ্ছি—শোনো কি? ধরেছ নাকি বইটা?
ধরলে তুমি আঁধার কেটে পাবে তখন আলোটা।

ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তুমি সাহসীর লোকে,
আঁধার ভেঙে আলো দেবে—ভুলে যাবে ব্যর্থতাকে।
---------------------------------------------------


২২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।