মায়াবৃত্ত
- রবিউল ইসলাম রাতুল

‎কিছু চুপচাপ কথা আর খানিক দুঃখজাল,
‎ভ্যাবাচেকার আবরণে হৃদ হয়েছে অন্তরাল।
‎মানুষের মাঝে,নগ্ন সত্যে গড়ে নগণ্য প্রসন্নতা,
‎তবে এ কিঞ্চিৎ সুখই,বয়ে আনে বিরাট যাতনা।
‎মানব সমাজে হেসে খেলে—আত্মকে বিলিয়ে,
‎সবে চায় নিজ,অবগাহন,মানব নদে তুলে ফুটিয়ে।
‎প্রাণপ্রবাহ খেলার মাঠে,আমি খেলতে দেই সব'কে,
‎অন্তিমে আমি,প্রয়োগের খেলোয়াড় সবের নিকটে।

‎চেপে রেখে সব বিষন্নতা,জ্বালাই হৃদয়ের আলো,
‎সমাজের কথা শুনেই চলি,এতেই কি আমি ভালো?
‎হতে পারে তা,মনের যাতনা,লুকিয়ে চলাই বড় গুণ,
‎বিপরীতের বার্তায় দিয়ে সায়,আমি বোকার নিপুন।

‎চোখ বুজে এক ঝলক হাসি—প্রত্যক্ষ নিজ মনন,
‎তবে মানুষের মাঝে,নিজেই নিজকে,করি প্রহসন।
‎ইশ!হচ্ছে যা,তা-হতো যদি আমার একটা মননিলয়,
‎হতাম না কারো খেলার পুতুল,হুঁশিয়ারি দিত লোকালয়।


২২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।