গুপ্তচর
- মোঃ আমিনুল এহছান মোল্লা

গুপ্তচর
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২২-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
---------------------------------------------
শুনেছো, গুপ্তচর এসেছে—খুলো হে আঁখি!
ছদ্মবেশে আঁকে ওরা দোসরের ছবি।
তুমি নিরব, তবু ওরা শত্রু গোষ্ঠীর সনে,
তোমার পুষ্পে বিষ মিশায় শূলের মত্ত গুণে।

শুনেছো, গুপ্তচর এসেছে দুলাল–দুলালী সেজে,
তুমি ভদ্র, ওরা গোপন উগ্রতার কাজে।
গুপ্তচর হয়ে দিল ওরা দুর্নামের উপহার,
বিশ্বাসে বুঝনি তুমি—ক্ষতি করবে আবার।

হায়! আজ চমকি উঠি—কতটা ছিলে শিশু,
তোমার ঘরেই তোমারে করেছে হত্যা মিশু।
গুপ্তচর হয়ে প্রতিদিন নিষ্ঠুর তপস্যা,
তুমি বোঝোনি—তুমি কতটা ছন্নছাড়া আশা।

বিশ্বাসঘাতক সেই গুপ্তচর কতটা অসহ,
আজও দেশদ্রোহীর তাবুতে ছুটছে অহরহ।
দুয়ারে এসে বাজায় ওরা বিদ্রোহের বাঁশি,
সে কখনো ছিল না তোমার নন্দিত হাসি।

শুনেছো, গুপ্তচর এসেছে—খুলো হে আঁখি!
সাবধান! সাবধান! মুক্তি হবে না ওদের অন্তরে রাখি।
--------------------------------------------------------------


২২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।