বিপ্লবী যখন পথ হারায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বিপ্লবী যখন পথ হারায়

কলমঃ আমিনুল এহছান মোল্লা
--------------------------------------------------

যুগে যুগে বিপ্লবীরা জেগেছে মহাবিপ্লবে,
উল্কা ধূমকেতুর মতো ছুটেছে উৎসবভূবে।
তবু কখনো অভিশাপ, কখনো হাহাকার,
পাপে দগ্ধ মর্তভূমি শূন্য অঙ্গন বারবার।

কখনো বিপ্লব ছোবলে বিষাক্ত দংশন,
কখনো ঐক্য গ্রাস করে বিভেদের ঘোষণা।
অগ্নিকেতন জ্বলেছে, ঝরে গেছে রক্তধারা,
জীবন বিলিয়ে দিয়েও মিলেনি সঠিক সারা।

কিন্তু গুজবের ঢেউয়ে চেতনা হয় ক্ষয়,
মিথ্যা ছলনায় সত্যের আলোক হারায়।
যখন মীরজাফরের মন্ত্রে পথ হারায়,
বিজয় হয় স্বৈরাচার, অরাজক ভয় বাড়ায়।

তবু নব বিপ্লব ডাকে মুক্তির গান গেয়ে,
অমর তারা, যারা রক্ত দিয়েছে হাসিয়ে।


২৩-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।