জলবায়ুর এ সংকটে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

জলবায়ুর এ সংকটে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
বন্যা, খরা, ঘূর্ণিঝড়—প্রাকৃতিক দুর্যোগ,
পৃথিবীতে শত্রুরূপে সমুদ্র গর্জে অগ্নিকোগ।
ক্রমশ উষ্ণ হয় ধরণীর বুক, পরিবর্তিত জলবায়ু,
বিপন্ন প্রকৃতি, বন্যপ্রাণী, মানুষের বসতির আয়ু।

মানুষই জলবায়ুর শত্রু প্রকাশ্যে আজ,
গোপন সুখের স্বর্গ সোনালী তাজ করল সে প্রাজ।
সম্মুখে ভয়াবহ পৃথিবী, তপ্ত অনলে দাউ দাউ প্রাণ,
জলবায়ুর সংকটে সমুদ্রের বুকে উষ্ণতার ওঠান।

বায়ুমণ্ডলের স্তরে স্তরে কার্বন ডাই অক্সাইড বাস,
সমুদ্রের পানিকে অম্লীকরণ করছে নিড়ারুণ বাস।
পৃথিবীর বুক উষ্ণ, শুষ্ক, ভয়ানক দাবানল,
উর্বরতা কমেছে, খাদ্য উৎপাদন হ্রাসে অন্তরাল।

খাদ্য নিরাপত্তা, পানির উৎস ক্ষয়িষ্ণু সংগীতে,
জলবায়ুর এ সংকটে পৃথিবী ধূসর, বিষণ্ণ স্নায়ুতে।
গাছের বর্ষবলয়, বরফের স্তর, প্রবাল, সমুদ্র হ্রদ,
উষ্ণতার রঙে পৃথিবীতে শত্রু নির্দয় উম্মাদ।

মানুষই পৃথিবীর সুখের নক্ষত্র খসে দিয়েছে,
প্রশমন, অভিযোজন—ধরাতে তা বুঝতে চায়নি সে।
জীবাশ্ম জ্বালানি, মিথেন, পেট্রোল ও ডিজেল,
জলবায়ুর এ সংকটে আসন্ন দিনে যমদূতের মিছিল।

বায়ু থেকে গ্রীনহাউস গ্যাস দূরীকরণ,
বৃক্ষরোপণের হার বৃদ্ধি, বাসযোগ্য পৃথিবী সজ্জণ।
--------------------------------------------------------------


২৩-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।