পালকি আমার চইলা আইছে
- মোঃ নাসির উদ্দীন

পালকি আমার চইলা আইছে দে সাজাইয়া দে
দে সাজাইয়া দে রে তোরা (২ বার)
দে সাজাইয়া দে
পালকি আমার চইলা আইছে দে সাজাইয়া দে
আতর ও গোলাপ চন্দন মাইখা আমায় দে
পালকি আমার চইলা আইছে দে সাজাইয়া দে।

নাকে কানে তুলা দিয়া
বরই পাতা গরম করিয়া
দাও আমায় গোসল করাইয়া ২বার
জানাযা দিতে।
পালকি আমার চইলা আইছে দে সাজাইয়া দে
দে সাজাইয়া দে রে তোরা (২ বার)
দে সাজাইয়া দে
পালকি আমার চইলা আইছে দে সাজাইয়া দে।


প্রতিবেশি স্বজন যারা
খবর পেয়ে আসবে তারা
নয়নের জল ফেলবে তারা (২বার)
আমায় দেখিয়ে।
পালকি আমার চইলা আইছে দে সাজাইয়া দে
দে সাজাইয়া দে রে তোরা (২ বার)
দে সাজাইয়া দে
পালকি আমার চইলা আইছে দে সাজাইয়া দে।

চার বেহারার পালকি লইয়া
চার জনা কাঁধে তুলিয়া
পিছে পিছে বন্ধু স্বজন (২বার)
যিকির করিবে।
পালকি আমার চইলা আইছে দে সাজাইয়া দে
দে সাজাইয়া দে রে তোরা (২ বার)
দে সাজাইয়া দে
পালকি আমার চইলা আইছে দে সাজাইয়া দে।

কানন থেকে বাঁশ কাটিয়া
সমান মাপে কবর খুঁড়িয়া
উত্তরে মাথা রাখিয়া (২বার)
দে শোয়াইয়া দে
পালকি আমার চইলা আইছে দে সাজাইয়া দে
দে সাজাইয়া দে রে তোরা (২ বার)
দে সাজাইয়া দে
পালকি আমার চইলা আইছে দে সাজাইয়া দে।

বাঁশবাগানে রাইখা আমায়
চইলা যাবে তোমরা সবাই
অন্ধকার কবরে একা (২বার)
থাকবো কেমনে
পালকি আমার চইলা আইছে দে সাজাইয়া দে
দে সাজাইয়া দে রে তোরা (২ বার)
দে সাজাইয়া দে
পালকি আমার চইলা আইছে দে সাজাইয়া দে।
২৫/৮/২০২৫


২৫-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।