অতঃপর আমি একা
- অথই মিষ্টি

অতঃপর
‎অতঃপর আমি একা রয়ে গেলাম
‎যখন তুমি ডেকেছো আমি সারা দিয়েছি
‎তুমি স্পর্শ করতে চেয়েছ আমি হাত বাড়িয়েছি
‎আজ অতিত হাতড়িয়ে শুধু তোমার স্মৃতি পেলাম
‎অতঃপর
‎অতঃপর আমি একা রয়ে গেলাম

‎তোমার দিঘল কালো চুলের বেনিতে ফুল দিতে চেয়েছিলাম
‎সে ফুলের কাটায় জর্জরিত হয়ে অশ্রু ঝরালাম
‎সে অশ্রু লুকিয়ে আবার তোমাকে আমি হাসি মুখ দেখালাম
‎আজ বলতে পারো কি, বিনিময়ে আমি কি পেলাম
‎দিনশেষে সূত্র মিলিয়ে দেখি তুমি জিতে গেছো আমি হেরে গেলাম
‎অতঃপর
‎অতঃপর আমি একা রয়ে গেলাম


২৫-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।