নতুন পথের পথিক
- অথই মিষ্টি
চলো তবে এখন এগোনো যাক, এগোনো যাক সামনের দিকে
তোমার আমার কিছু স্বপ্ন কিছু আশা ভালোবাসা, আর জীবনের কিছু লক্ষ্য রেখে
কেমন অপেক্ষা করছে আমাদের ভবিষ্যৎটা! জানি না, তা অজানা
জীবনের এ পর্যায়ে তোমার সাথে সুতাহীন মালায় গাঁথা পড়ব, বলো! তা কি ছিল জানা?
আমি তোমাকে কখনো দেখিনি, চেনা হয়নি, শুনিনি তোমার কন্ঠস্বর
আজ তোমার সাথে পরিচয় হয়ে মনে হচ্ছে, তুমি আমার কতইনা পরিচিত কাতর
আজকের পর তুমি আমার নতুন সঙ্গী, তাই তোমায় ঠাঁই দিলাম মনের ভিতর
সুখে দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ কথা দিলাম, প্রিয় কখনো হইয়োনা পর
চলো তবে এখন এগোনো যাক, এগোনো যাক সামনের দিকে
নতুন পথের পথিক মোরা, আনন্দে তাই হৃদয় গাঙে উত্তাল ঢেউ জাগে
২৫-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।