নতুন পথের পথিক
- অথই মিষ্টি

চলো তবে এখন এগোনো যাক, এগোনো যাক সামনের দিকে
‎তোমার আমার কিছু স্বপ্ন কিছু আশা ভালোবাসা, আর জীবনের কিছু লক্ষ্য রেখে
‎কেমন অপেক্ষা করছে আমাদের ভবিষ্যৎটা! জানি না, তা অজানা
‎জীবনের এ পর্যায়ে তোমার সাথে সুতাহীন মালায় গাঁথা পড়ব, বলো! তা কি ছিল জানা?

‎আমি তোমাকে কখনো দেখিনি, চেনা হয়নি, শুনিনি তোমার কন্ঠস্বর
‎আজ তোমার সাথে পরিচয় হয়ে মনে হচ্ছে, তুমি আমার কতইনা পরিচিত কাতর
‎আজকের পর তুমি আমার নতুন সঙ্গী, তাই তোমায় ঠাঁই দিলাম মনের ভিতর
‎সুখে দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ কথা দিলাম, প্রিয় কখনো হইয়োনা পর

‎চলো তবে এখন এগোনো যাক, এগোনো যাক সামনের দিকে
‎নতুন পথের পথিক মোরা, আনন্দে তাই হৃদয় গাঙে উত্তাল ঢেউ জাগে


২৫-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।