এ তুফান বড় ভারী
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এ তুফান বড় ভারী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৮-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
ওরে – এ তুফান বড় ভারী অসনি সংকেত!
হে বিপ্লবী, যদি না জাগো, টিকবে না বহুদিন।
দেখবে না কোনদিন মুক্তির সূর্য এই জীবনে,
বিপ্লব-বিদ্রোহ জাগায়ে তুল হে বিপুল গর্জনে।

সম্মুখে কালো রাত্রি, সাবধান! সাবধান! হে যাত্রী,
নাচিছে তরঙ্গ, দুলিছে তরী, জাগো হে নেতা-নেত্রী।
আজই যাত্রা শুরু করো, বাজাও যুদ্ধের বাঁশি,
ওরে চুপসে থেকো না, হে বিপ্লবী মন মরা উদাসী!

আবার দিতে হবে ডাক বজ্র-কণ্ঠের উদ্দাম ধ্বনি,
এ তুফান বড় ভারী অসনি সংকেত, যাও শুধু জানি।
যদি হেরে যাও, শুনবে একদিন তুমি নাই, তুমি নাই,
তুমি কি হারতে এসেছো? চল হে, চালাও হে বীর ভাই।

গভীর ষড়যন্ত্র চলিছে সেই স্বাধীন দীপ্ত পদরেখা,
ওরে মাতৃচেতনার উদ্ভবে, শুরু করো ইতিহাস লেখা।
মনে রেখো, এ তুফান বড় ভারী অসনি বার্তা,
ওরে তুমি কি বুঝনা কিছু, লড়াই চালাও দৃঢ়মর্তা।

জানি হে তুমি, মুক্তির প্রশ্নে ভয়হারা অসীম সাহারা,
সাহসী, মৃত্যুঞ্জয়ী, বিপ্লবী বীর, চির-রাত্রি-জ্বলা তারা।
এ তুফান বড় ভারী অসনি সংকেত, এ- পারে ও-পারে,
তবে কেন থমবে? চল’রে চল’রে অসন্ন যুদ্ধের সমরে।
-----------------------------------------------


২৮-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।