জনবিরোধী নেতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

জনবিরোধী নেতা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৯-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
তোমার রক্তে মীরজাফরী ফেণা উঠিছে জেগে,
কেমন নেতা হলে তুমি জনাদ্রোহী বহ্নিমেঘে?

অন্ধকারে ভরা স্বদেশ শাসন তোমার হাহাকার,
ন্যায়ের আলো নিভেছে, মানুষ সব অধিকার হার।

ক্ষমতার লোভে বিক্রি করেছো স্বাধীনতার চেতন,
প্রতারণার শিকলে বাঁধেছো জাতিকে অন্ধকারে দমন।

স্বাদেশ প্রেম নিভিয়ে রাখো শত্রুর উগ্রতায়,
সত্যের কণ্ঠ দাবিয়ে রাখো নীরব নিঃশব্দতায়।

একদিন জেগে উঠবে জনতার অগ্নিশিখা ঝড়ের মতো,
ভেঙে দেবে দখল তোমার, তছনছ করবে বিপ্লবে সতত।

বাঙালির রক্ত আজ জ্বলে স্বদেশ চেতনার আলোয়,
জনতা রাগে ভাঙবে শোষকের সব দ্যুতি অজলোয়।
----------------------------------------------------


২৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।