আমার বাবা
- মোঃ আলাল ইসলাম

আমার বাবা
মোঃ আলাল ইসলাম
২৯/০৮/২০২৫

বাবা তুমি আমায় ছেড়ে
চলে গেছো দূরে,
আসবে না তো আর ফিরে
এই দুনিয়ার তরে।

বাবা তুমি কেমন আছো
জানতে ইচ্ছে করে,
কি করে ভুলিব তোমায়
স্মৃতি মনে পড়ে।

শৈশব থেকে যতদিনে
হেঁটেছি জীবনের পথে,
তুমি ছিলে রোদ্দুর হয়ে
আঁধার ভাঙা রথে।

তোমার চোখের মায়া ছিলো
আমার জীবন সুখ,
তোমার হাতের ছোঁয়া পেলে
ভরে যেত বুক।

আজকে তুমি নেই গো বাবা,
খালি লাগে ঘর,
তোমায় ছাড়া জীবন আমার
অন্ধকারে ভর।

দোয়া করি বাবা তুমি
থাকো চিরসুখে,
আল্লাহ্ যেন রাখেন তোমায়
জান্নাতেরই বুকে।


২৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।