সেবাই জিহাদ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সেবাই জিহাদ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
ওহে সেবামূলক কাজের মহিমা,
জিহাদের সমান পুণ্য তার সীমা।
রাসূলের বাণী—সেবাই দীন প্রাণ,
দুঃখীর চোখেতে দাও হাসির দান।
ক্ষুধার্ত মুখ যেন জ্বলন্ত শিখা,
দানই বর্ষায় শান্তির দৃষ্টি ঝলকা।
তৃষ্ণার্ত প্রাণ যেন মরুভূমি তৃষা,
জলের ফোঁটায় দাও জান্নাতের দিশা।
কোরআন ঘোষণা—সত্যের আলো,
“এক প্রাণ বাঁচালে জগত রক্ষা হলো।”
মায়িদাহর বাণী জ্যোৎস্নার মতো,
মানবতাকে করে পথনির্দেশ শত।
নবীর বাণী ফুলের সুবাস,
“উপকারী মানুষই শ্রেষ্ঠ সর্ববাস।”
আরো বলেছেন—“যে করে দয়া,
আল্লাহর রহমে ভরে তার মায়া।”
গরীবের দুঃখে করো না উপহাস,
সাহায্যই আনবে জান্নাতের সুবাস।
ইবাদত শুধু সিজদার মাঝে নয়,
সেবাই তো মানুষকে দেয় শান্তির জয়।
এসো হে মানব কল্যাণ ভুবনে,
অন্যায় আঁধার করো দূর যতনে,
সেবাই ইবাদত, সেবাই জিহাদ,
মানবতার টানে বদলাবে অবসাদ।
-------------------------------------
৩১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।