মমতার দীপ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মমতার দীপ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হে বিশ্বাসী, এতিমের মাথায় রাখো কোমল হাত,
দুঃখভরা অন্তরে জ্বলো আল্লাহর করুণার বাত।
অভুক্তকে দাও খাদ্য, দান হোক বিনিময়হীন,
প্রাণে জাগুক দয়া, অন্তর হোক ন্যায়পথে অমলীন।

রাসূল (সাঃ) শিখিয়েছেন ভ্রাতৃত্বে করুণার ছোঁয়া,
যে দান করে হৃদয় ভরে, সে পায় জান্নাতের দীপায়া।
“একজনকে খাইয়ে দাও,” কোরআন বলে স্পষ্টভাবে,
অল্প দানেও আছে আল্লাহর সওগাত দীপাবে।

হৃদয় ভরা দয়া, অন্তর হোক আলোকিত,
অহংকার ভাঙাও, ন্যায় পথে হোক অমলিত।
সত্যের দীপ জ্বালো, প্রার্থনায় থাকো সুমধুর,
মমতার এ দীপ জ্বলে, দুনিয়ায় হয় শান্তির দুর্গুর।

যে দান করে নিঃস্বার্থে, সে পায় করুণার ছায়া,
জীবন হোক আলোকিত, হৃদয় ভরে দাও প্রভুর মায়া।
-------------------------------------


৩১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।