হাওয়া, আরও একবার; মন খারাপের আগে
- অনিরুদ্ধ রনি

হাওয়া...
গোল মরিচের গন্ধ-মাখা হাওয়া;

বাঁধ এসে
সারাটা বিকেল আজ ব'সে থাক তোমার নিকটে
তোমার নির্জন মন
বিলি কেটে যাক___ স্বর্ণকেশী রৌদ্রের ভুলে

তার অপসৃয়মান চুল
ফেল করুক গোধূলি এক্সপ্রেস...
আজ সারা রাত কোথাও যাবে না
এই বাঁধের নির্জন !

বাঁধ___ তার শৈশবের বহু সুখ, যন্ত্রণার স্মৃতি
ধরুক নির্বিঘ্নে খুলে,
তুমি তার বন্ধুহীন ঋতু থেকে
তুলে আনো কয়েকটি প্রসূন !

খুঁটে খুঁটে তুলে আনো ঝরা-পাতাদের গান
পুরনো, বাতিল কিছু সুর ...

একটি লতার মত, তুমি আজ সারাক্ষণ
বাঁধের নিকটে বসে থাকো,
আজ তার আলুথালু মন...

রাত শেষে, আসন্ন হাওয়ায়
ওই বাঁধ আজ এক ঝাঁক শাদা বলাকার সারি;
তার কিছুটা পেছনে,
প্রত্যূষের অপ্রকাশ্যে তুমি আজ
নীল প্রজাপতি ...

উড়ে উড়ে লীন হয়ে যেও,
হাওয়াদের-মেঘেদের সাথে!
শাদা বলাকার সাথে, নিঃশেষে
বিভাজ্য হয়ে যেও___
দিকচক্রবালে ...

পরদিন ভোর থেকে
একজন বিষাদ-বালক, বিস্ময়াহত হয়ে
বাঁধের ঠিকানা আর খুঁজেই পাবে না;
আজীবন খুঁজে খুঁজে
ক্লান্ত- ম্লান- বৃদ্ধ হয়ে যাবে, তবু
অবিরাম খুঁজে যাবে___

এক মিথ্যা বাঁধের নিশানা


৩১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।