বেদনাদায়ক কবিতা
- অনিরুদ্ধ রনি

গোপনে এতোটা কাঁদো, ভালোবাসা-মমতা ছড়াও...
তোমাকে শাস্তিযোগ্য অপরাধকারী মনে হয়___
এমন বাসনা জাগে, ভয়ানক শাস্তি দিয়ে,
ভোগাবো তোমাকে;

একদিন, সারাদিন... এক লক্ষ নীল-প্রজাপতি
ছেড়ে রাখবো তোমার বাগানে___

তোমার দু'চোখে দুটো সুনীল সমুদ্র এঁকে দেবো...
পৃথিবীর সবচেয়ে নানন্দিক মরুদ্যান ক'রে
তোমার অদম্য চুল এমন সাজাবো___
ব্যাবিলন লজ্জা পেয়ে যাবে;

সমস্ত, সকল ঋতু মুছে দেবো ...
তুমি শুধু বারোমাস বসন্তের ফুল ফোটা দেখে__
বিস্ময়-স্তম্ভিত এক কুমারী-প্রণয়,
সুন্দরের বিপুল সন্ত্রাসে হবে
...জর্জরিত, সুখে ...

এতো বেশী ভালোবাসতে জানো তুমি__
হৃদয়ের পক্ষে বড় বেসামাল ঠেকে...
দৃষ্টান্তমূলক শাস্তি, তোমার জন্য তো আজ
অনিবার্য, মেয়ে!

তোমার গভীর ঘুম, নিদ্রার মোহন মুহূর্তগুলি
নির্বাচিত দশ লক্ষ স্বপ্ন দিয়ে
এবার সাজাবো দেখো,
সাজাবো নিপুণ...

বুকের গহনে দেবো
স্বপ্নাতীত সুন্দরের বিহিত বাগান...
কণ্ঠ-নিঃসৃত ধ্বনি __ কথার বদলে হবে গান...

তোমাকে শাস্তি দেবো, এইসব ...
আর দেবো, যাবতীয় সুন্দরের
অসহ্য নিদান !


৩১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।