নামান্তর
- অনিরুদ্ধ রনি

ধরো
তোমার নাম প্রশ্ন,
আর আমার নাম উত্তর
কিংবা তুমি উপন্যাস
আর আমি সমরেশ,
তুমি সন্ধ্যা আমি চাঁদ
তুমি আলো আর আমি রাত
তারপর নেমে এলো ঝর__
তখন তুমি বৃষ্টি আমি হিমবাহ।

ধরো
তোমার নাম উপমা
আমার নাম জীবনানন্দ
যে কবিতায় তুমি এ্যাশা
সে কবিতার আমি মিহির
তুমি দুপুর রোদে নীলা
আমি বয়ে চলা সাদা মেঘ
এমন করে নামে নাম জড়িয়ে
পাশাপাশি থাকবো - ব্যাস।


৩১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।