ক্ষানিক প্রেম বাকীটা বিচ্ছেদ
- অনিরুদ্ধ রনি

পরন্ত গোধূলির মতো
চোখের মায়া চোখে লেগে আছে
স্নিগ্ধ বাতাস হয়ে ভাসছি ;
তোমার শাড়ীর আঁচল জুড়ে
মৃণালিনী!
আরেকটিবার, চলো না শুরু করি
থেমে যাওয়া পথকে
জুড়ে দেই আকাশগামী,
যতটুকু জীবন, তারও কম প্রেম
তারপর বিচ্ছেদ, বাকিটুকু বেদনা
মৃণালিনী!
আমি এত অল্প প্রেম চাইনি
আমিতো চেয়েছি__
জীবন জুড়ে প্রেম,
মাঝে মাঝে ছোটো ছোটো বেদনা;
এসব বৃহৎ প্রেমের মাঝে তলিয়ে যাবে,
অথচ, এত জলদি বিচ্ছেদ করলে-
যে, তোমার সাথে জোড়ানো ক্ষাণিক প্রেমটাই
তলিয়ে গেলো...
মৃণালিনী!
আমি মনে করতে পারছি না আর
যা কিছু তোমার আমার
আমার এ ভুলে যাওয়া বোধহয় ভুল নয়
ভুল হলে ক্ষমা করে দিও।


- অনিরুদ্ধ রনি


৩১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।