হাওয়া বদল
- অনিরুদ্ধ রনি

কেউ নিয়ে যেতে চায় বিরহ ব্যালকুনী ছিড়ে,
কেউ বেঁধে রাখে অপরাধী করে,
অপরাধের অপব্যবহার করিনে কোনদিন,
যা আসিয়াছে আপোষে তা বাধাহীন,
অধিকার রাখিয়া গিয়াছে মনে মনে,
অনন্ত একাকীত্বে যে সব হাওয়া বদল হয় ;
সেখানে স্পষ্ট দেখি কিছু ধূলিকণা উড়ছে,
বৃষ্টি হলে ওরাও থামবে জানি
লুটিয়ে পরবে মৃত্তিকায়!


অনিরুদ্ধ রনি
বক্সকালভার্ট, পান্থপথ।


৩১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।