আজ চিঠি দিবস
- অনিরুদ্ধ রনি

অনিন্দিতা!
আজ তোমার চিঠি পড়তে বসে নিজের অজান্তেই চোখের কার্ণিশে নামে বৃষ্টি -
আমায় নিয়ে তুমি যাই লিখো তাই কবিতা হয়ে যায়
তুমি তো জানোই, যেখানে ভালোবাসা নেই সেখানে অভিমানও থাকে না!
তোমার চোখোর ভাষা আমি বুঝি, তোমার মনের ভাষা গোপনে এসে মনে সাড়া দিয়ে যায়,
আমি হারাবার নয়; হারানোর ভয় করো না আমি ছিলাম আছি এবং তোমারি থাকবো!
তোমার চোখের জল আমার হৃদয়ে তৈরি করে সমুদ্র - যখন একাকী নির্জনে কাটে সময়
তখন সেই সমুদ্রের পারে নিজেকে বসিয়ে দেখি আমি; ঠিক তোমাকে ভালোবাসতে পারি কি না!
সেদিন তোমার জন্মদিনে শুধু কিছু রক্ত কবরী চেয়েছিলে জানি তোমার ভালোবাসার কাছে এ চাওয়া তুচ্ছ
তবুও আমি কিছুই দিতে পারিনি এ ব্যাথা আমার সারাজীবন লেগে থাকবে!
ফুল হাতে নিতে গিয়ে ঘুমিয়ে পরা ছেলিটি
সেদিন ফুল হাতে নিয়ে তোমার হাতে বেঁধে দেওয়ার স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পরেছিলো,
ছেলেটির কাছে তোমার এই ছোট্ট চাওয়াটির পূর্ণতা ছিলো তোমাকে একটি ফুলের বাগান উপহার দেয়া,
এ জন্য তোমায় একটি প্রেমিকের হৃদয় উপহার দিলাম সদরে গ্রহণ করো।

তুমি হয়তো আজও বুঝতে পারোনি কতটা ভালোবাসা এই হৃদয়ে; রাত্রির নির্ঘুম চোখের মতো এপাশ-ওপাশ কাটে।
এই হৃদয়ের চাদরে ছটফটানো ভালোবাসা তোমার বুঝতে অসুবিধে হলে জেনে রাখো - এ হৃদয় শুধু তোমার ভালোবাসাতেই মত্ত, এ হৃদয়ের তৃষ্ণা মিটে তোমার উপস্থিতিতে যে তৃষ্ণা কেউ আর মেটাতে পারে না।
কথা দিয়েছিলাম তোমায় সবুজ চুড়ি কিনে দেবো আজও সে কথার পরিসমাপ্তি ঘটেনি
একদিন সে চুড়ি তোমার হাতে পরিয়ে দেয়ার প্রবল ইচ্ছে পূর্ণ করবো,
জানো তো, তোমার হাত থেকে খুলে দেয়া সেই চুড়িটি আজও আমার মানিব্যাগে যত্নে রেখে দিয়েছি
সেই চুড়ির বদলে একদিন তোমার হাতে পরিয়ে দিতে চাই আমার ভালোবাসার শক্ত হাতকড়া যা তোমাকে আমার থেকে কখনো কেউ আলাদা করতে পারবে না,
ভালোবাসা হলো ইশ্বর!
সবার মনে ধরা দেয় না যার মনে ধরা দেয় সেই স্বর্গ নিশ্চিত পায়,
আমিও স্বর্গ নিশ্চিত পেয়েছি বলেই তোমার সঙ্গে দেখা হয়েছে আমার,
স্বর্গে কোন দুঃখ নেই, স্বর্গের সুখ ব্যাতীত আর কি বা থাকে?
তাই আর অবেলায় চোখ ভেজে না আমার, তোমার সঙ্গ পেলেই ভুলে যাই কত অভিমান বুক ভারি করেছিলো কোন এক নিস্তব্ধ রাতে!
অনিন্দিতা! জানো তো, তোমার নীল টিপে আমি আকাশ দেখি!
তোমার কপালে নীল টিপে নেমে আসে নীল আকাশ, নীল সমুদ্র,
আমি ক্লান্ত পথিক হয়ে বসে পরি দেখতে তোমায় দু চোখে এই দেখার ইচ্ছে যেন থেকে যায় আজীবন,
আমি আজীবন তোমায় দেখার তীব্র তৃষ্ণা নিয়েই বাঁচতে চাই।

তোমার সঙ্গে আবার যেদিন দেখা হবে চায়ের কাপে চুমুকে চুমুকে রটবে নতুন কবিতা কিংবা ভালোবাসার কোন কবিতা,
সেদিন মুছে যাবে তোমার হৃদয়ে জমা আছে যত অভিমান, মুছে যাবে কোন শেষ চুম্বনে চোখে লুকিয়ে থাকা যত দুঃখ তোমার।

প্রকৃতি জানে এই বোবা হৃদয়ের সকল আক্ষেপ তাই তোমার সঙ্গে এই শহরেই আমার আবার দেখা হবে,
তোমার সঙ্গে এই শহরে ছন্দে ভরা সঙ্গী হবে কবিতা,
চায়ের চুমুকে ওড়াবো ভালোবাসার ধোঁয়া।

ইতি_
অনিরুদ্ধ রনি


০১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।