জুম্মার ডাকে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

জুম্মার ডাকে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০১-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
এসো হে মুসলিম, জুম্মার ডাকে ছুটে চলো,
আযানের সুরে ভরে যাক অন্তর ভক্তির আলো।

কোরআন ডাকে— “ব্যবসা-হাট সব আজ থামাও,
নামাজের ময়দানে দাঁড়িয়ে খোদার মুখ দেখাও।”

রাসূলের আহ্বান— “এ দিন রহমতের ভাণ্ডার,
আগে যে ছুটে যায়, তার জন্য জান্নাতের দ্বার।”

ওহে বিশ্বাসী, অবহেলা করে থেকো না দূরে,
ফেরেশতা লিখে নেয় নামাজিদের নাম নূরে।

খুতবার ভাষণ শুনো, মুছে ফেলো অন্তর ধোঁয়া,
নামাজ শেষে ওঠাও হাত, করো খোদার কাছে দোয়া।

এসো, হৃদয় ভরে দাও ঈমানের দীপ্ত আলোয়,
এসো, জীবন সাজাও জুম্মার রহমতের ছায়ায়।
------------------------------------------------


০১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।