মবতন্ত্রের ছোবল
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মবতন্ত্রের ছোবল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০১-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
উদ্রতার রোষে কেঁপে ওঠে শহরের ধূলি,
মাটির বুক চিৎকার করে ঝরে স্বপ্নের ফুলি।
গৃহের আলো নিভে যায় অন্ধকারের ছায়ায়,
পাখির গান স্তব্ধ, নদী কাঁদে বৃষ্টি ধারায়।

মবের উচ্ছৃঙ্খল রোষ, যেন আগুনের বান,
শান্তির খেত ভস্মীভূত হয় মদ্যের ভাঙা মান।
বৃক্ষ শিরে কাঁটা, আকাশ ঢাকে ধোঁয়ার চাদর,
শহরের গলি কাঁপে মলিন চেতনার ভাঙা ভাদর।

মবতন্ত্রের ছোবল ভাঙে দেশের প্রাণের সেতু,
অন্ধকারে হারায় আলোর ক্ষুদ্র দিশু অহেতু।
হৃদয়ের শহরে বাজে নিঃস্বান্তর কণ্ঠের গান,
ভয়ংকর রোষে স্তব্ধ হয় প্রজন্মের প্রাণরান।

স্বপ্নের আলো ম্লান হয় উচ্ছৃঙ্খল অগ্নিপথে,
দেশপ্রেম চুপচাপ জ্বলতে থাকে তপ্ত চুল্লিতে্।
------------------------------------------------


০১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।