ভয়ংকর সেই ক্ষণ!
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ভয়ংকর সেই ক্ষণ!
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০১-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
শপথ কিয়ামতের দিনের— ভয়ংকর সেই ক্ষণ!
শপথ অনুতপ্ত প্রাণের, সত্যের ঘোষণা তখন।
মানুষ ভাবে— অস্থি হবে না কি আর গড়া?
না! পারে তিনি আঙুল রেখেও নতুন মোড়া।
অহঙ্কারে ডুবে যায় সে, করে পাপে গান,
জিজ্ঞেস করে— কবে আসবে শেষের মহাপ্রাণ?
চোখ হবে ধাঁধাঁ সেদিন, নিভে যাবে চাঁদ,
সূর্য-চন্দ্র মিলবে সাথে, আঁধার হবে সাদ।
মানুষ বলবে— কোথায় পালাবো আমি হায়?
না! আশ্রয় হবে না, নেই মুক্তির ঠাঁই।
প্রভুর সিংহাসনে সেদিন দাঁড়াবে সব প্রাণ,
গোপন সব খুলে যাবে, হবে প্রকাশমান।
উজ্জ্বল মুখ দীপ্তিতে রবের দিকে চায়,
অন্ধকারে ডোবে কিছু, ভয়ংকর শাস্তি পায়।
যখন প্রাণ বুক থেকে কণ্ঠে পৌঁছায়,
চিৎকার উঠে— চিকিৎসা কোথায়? কোথায়?
না! বিদায় হবে সেদিন, বাঁধা পায়ে-পায়ে,
প্রভুর দিকে যাত্রা শুধু, ফেরা আর না কায়ে।
সে ছিল না নামাজি, মিথ্যা করতো গান,
অহঙ্কারে ফিরতো পথে, করতো অবমান।
হায়! মৃত্যু যখন এলো, কে দিল আশ্রয়?
না! সেদিন শুধু প্রভুর ফয়সালা হয়।
------------------------------------------------
০১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।