আলো তুমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আলো তুমি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০১-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হে প্রভু, আলো তুমি, আঁধার সরাও সব,
সকল প্রশংসা তোমায়, হৃদয়ে ভরে নেব।

অনন্ত করুণা তোমার, দয়ায় ভরপুর প্রাণ,
ভ্রান্তি হটাও অন্তর থেকে, দাও সত্যপথের মান।

রহমতের ঢেউ বয়ে আসুক, অমল আলো ছড়াও,
প্রভুর নীতি হোক জীবনে, অমল পথে চলাও।

দুঃখ, কষ্টে আশ্রয় তুমি, ভয় দূর করো সব,
পাপের অন্ধকার মুছে, করো অন্তর জ্বলবৎ।

প্রভুর দিকে দৃষ্টি রাখি, আশা ভরসা নিই,
নবীর পথে চলার আলো, অন্তরে দীপ জ্বলাই।

আমার জীবন, আমার আশা, করো তুমিই আলোকিত,
সকল সৃষ্টি তোমার পুণ্য, হৃদয় হোক প্রভুত্বিত।
------------------------------------------------


০১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।