চাঁদাবাজ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

চাঁদাবাজ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
চাঁদাবাজ! চাঁদাবাজ! ঘুম ভাঙাও হে দানব,
স্বপ্নের অঙ্গার ছুঁড়ে দাও, উড়াও আনন্দ সব ।
অন্তরের অঙ্গার জ্বলে, ন্যায়ের পথ দাহ করো,
সত্যের ডানা ভেঙে দাও, শান্তির গগন ছাড়ো।

চোরাবালুর মতো লুটে নাও, শহরকে ছাই করো,
আশার অঙ্গার ছড়াও, দুঃখের নদী বয়ে যাও।
অন্ধকার ঢাকুক তোমার ছায়া, কিন্তু রক্ত উত্তাল,
তরুণ হৃদয় জ্বলে ওঠে, শত্রুকে দেখাই কাল।

হে যুবক! হে সৈনিক! ওঠো, শত্রুর শিকল ভাঙো,
ঐক্যের শিখা জ্বলো, ঘুচে যাক অন্ধকার।
চাঁদাবাজের আগুনে শিখা হবে নতুন প্রভা,
অঙ্গারের ভিতরেও জ্বলে স্বাধীনতার দীপ্তি আভা।
------------------------------------------------


০২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।