খণ্ড কাব্য-(১)
- কাজী ফাতেমা ছবি
মনের যত কথা
-------------------
১।
দু:খ তুই করিস না মন
কি হবে আর এতে
নিজেই নিজের হাল ধরে
এগিয়ে হবে যেতে।
২।
মন চলে মনের মত
কি সাধ্যি ধরার
ভেঙ্গে গেলে একবার
সাধ্য কি গড়ার।
৩।
মনটা আমার আয়না ছিল
ভেঙ্গে দিলে তুমি
সুখ প্রতিচ্ছায়া দুরে গিয়ে
শূণ্য হলো ভূমি।
৪।
বার বার মন ভাঙ্গে
অবিশ্বাসের ছোঁয়ায়
প্রেম প্রীতি ভালবাসা
পর্যবসিত ভূঁয়ায়।
৫।
মনটা আমার অবুঝ হলো
প্রেম পাওয়ার আশায়
প্রেমের তরী ফুটো করে
মাঝি ডুবায় ভাসায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।