ইমানের শপথে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ইমানের শপথে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
আল্লাহর ইবাদতে ভরে অন্তর,
ইমানের শপথে জ্বলে নূরের প্রভাতর।
বল হে কাফের, শোনো এ বাণী,
আমি নই পূজারী, মিথ্যার কাহিনী।

তোমরা নও উপাসক, যাহারে আমি মানি,
আমার রব আল্লাহ, এক—অদ্বিতীয় প্রাণি।
হক দীন ইসলাম—চিরসত্য পথ,
যেখানে রহমত, শান্তির স্রোত।

তোমাদের মিথ্যা দেবতা আমি করিনা মান,
আল্লাহর দরবারে চাওয়া করি জান।
সিজদায় মেলে শান্তি, তাতে প্রাণ ভরে,
ইবাদতে খুঁজে পাই আলোর স্রোতে ঘরে।

কখনো হবেনা তোমরা আল্লাহর পথে যুক্ত,
তোমাদের ধর্ম তোমাদের, সত্য নয় যুক্ত।
আমার জন্য ইসলাম, চিরন্তন নূর,
এ দীনেই শান্তি, মুক্তির সুর।

আল্লাহু আকবার, রব্বুল আলামীন,
তাঁর পথে চলাই আমার চিরদিন।
কুরআনের বাণীতে আলো জ্বলে অন্তর,
ইসলামের পতাকা উড়ুক বিশ্বজুড়ে অপর।

আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
ইমানের শপথে ভরে উঠুক অন্তর।
------------------------------------------------


০৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।