ইলাহি
- মোঃ নাসির উদ্দীন
নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া,
তাঁরই নামে জগত সাড়া।
আকাশ জমিন, চাঁদ আর তারা,
সৃষ্টিকর্তা তিনিই এক, সবার উপারা।
নেই কোন শক্তি, নেই কোন জোর,
আল্লাহ ছাড়া নেই কোন ঘর-বন্দোবস্তোর।
তিনিই রিজিক দেন, দেন আশ্রয়,
তাঁর রহমতে হৃদয় হয় অশ্রুময়।
দিনে রোদের আলো, রাতে চাঁদের হাসি,
তাঁর দয়া ছড়িয়ে পড়ে পরাণের বাসি।
ডাকে তিনি প্রেমে, পথ দেখান সোজা,
নেই কোন মাবুদ, তিনিই আল্লাহ—সত্য ও মুক্তি খোঁজা।
সালাতে ডাকো, সেজদায় ঝরাও অশ্রু,
তাঁর সন্তুষ্টিতেই লুকিয়ে সব রসু।
আল্লাহু আকবার — উচ্চারিত ধ্বনি,
জাগিয়ে তোলে ঈমান, মুছে দেয় গ্লানি।
০৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।