লাশের আকুতি
- মোঃ নাসির উদ্দীন
বলতে তোমায় পারি নি মা
আমার মনের কথা,
এক নিমিশেই নিভিয়ে দিলো,
শত শিশুর প্রদীপ শেখা।
কেউ বা হবে ডাক্তার আবার,
কেউ বা রাষ্ট্র নায়ক,
সব কিছু যে বিলীন হলো,
দেশ জুড়ে শোক আর শোক!
মর্মান্তিক দুর্ঘটানায়
জাতি শোকে মুহ্যমান
একটি ভুলে চলে গেলো
শত শত প্রাণ।
স্কুল তো ছুটি হলো
আর হবে না দেখা,
বুকের ভিতর জমা রইলো
সন্তান হারানো ব্যাথা।
চোখের জলে শত মায়ের
বিষন্নতায় ভরা,
বিক্ষোভে আজ
কাঁদিতেছে বসুন্ধরা।
বাতাসে পোড়া গন্ধ
বাকরুদ্ধ পুরো জাতি,
কবে তাদের জ্ঞান হবে
লাশ গুলো করেছে আকুতি!
০৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।