বিবেক সবার বন্দী
- মোঃ নাসির উদ্দীন
ধরণীটা আজ রঙেই নিতুয়া
বিবেক সবার বন্দী,
কখন কি করে যাবে তার
গোপনে আটে ফন্দি।
জীবন ছন্দে কথার দ্বন্দ্বে
দেখলাম কতো কি!
আসবো ফিরে এই বসুধায়
যদি আজ প্রাণে বাঁচি।
মানুষ হারিয়েছে নরত্ব
মানবিকতা ভোগে বিপন্নতায়,
বৈরাগ্য আজ অস্তাচলে
কে বাঁচে আর কাকে বাঁচায়।
সহযোগিতার নেই মনোভাব
সবাই শুধু আমি আমি করে,
আধুনিক সমাজের সভা মানুষ
সব নিজের দোষেই মরে।
অন্যের বিপদে নীরব দর্শক
যেন দেখছে বসে থিয়েটার,
মানুষ আজ হারিয়েছে হুশ
সংকীর্ণতা বাজায় গিটার।
সমাজ যেন হাসির খোরাক
একতা খুঁজে পাওয়াই শক্ত
সুখ হারিছে তার ঠিকানা আর
যন্ত্রণাগুলো থেকে যায় অব্যক্ত ।
০৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।