অনল জ্বালা
- মোঃ নাসির উদ্দীন

বাসনা করে রাত জাগা
ধুমপানে পোড়া ঠোঁট।
গল্প, ছন্দ আমার আসে না
আজ তবে কে কাকে দিবে ভোট।

গান! কবিতা! ছন্দ!
জীবনমুখী নাকি সর্বহারার?
বাকি শুধুই ভক্তিগীতি,
প্রেমরসে উপরে পড়ার।

শুনছি কেবল অনল জ্বালা,
শিখা জ্বালা!
ভক্তিরসে প্রেমরসে
গায়ে লাগে ভীষণ জ্বালা।

ধুকেছে, পুড়ছে, মরছে ওরা
ঠোঁট শুদ্ধ দেশপ্রেম,
দেশপ্রেম মানে শুধুই স্লোগান
নিরেট শাথার চিন্তবে ফ্রেম।

এ দেশ আমার, এ দেশ তোমার
সেই দেশটাই আজ জ্বলছে,
শোষিত শ্রেণী খেলনা কেবল
শাসক নিয়ে খেলছে।

আমিও স্বাধীন, তুমিও স্বাধীন
এই হাড় হাভাতের দেশে,
রাষ্ট্র ধরছে গলা চেপে
প্রতিবাদের ছন্দবেশে।

তবুও মনে বাধি আশা
স্বপ্ন দেশি রোজ,
আধাঁর কেটে ভোর হবে,
পাবো ভালো দিনের খোঁজ।


০৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।