জলছাপে তুমি
- অথই মিষ্টি

আমার আঁখির জলের জলতরঙ্গে তোমার ঠাঁই দিলাম
‎থৈ থৈ অথৈ নির্জনতার ঘন অন্ধকারে তোমার ছাপ খুঁজে পেলাম
‎তুুমি চুপটি করে বসে আছো অক্ষত বুকের ভিতরে ক্ষত-বিক্ষত হৃৎপিণ্ডে
‎যে হৃদয়ের চিৎকার শোনা যায় না যেখানের ফিনকি দেয়া রক্ত ক্ষরণ দেখেনা জনগণে

‎তুমি চন্দ্রালোকের রাজকন্যা হয়েছ বলে
‎র্নিদয় পাশানের ন্যায় চাঁদকেই সরিয়ে দিলে
‎যে চাঁদ মাথার মুকুট হয়ে তোমার সম্মান বাড়াবে
‎সূর্যলোকের তীব্রতায় সে চাঁদকে তুমি গুড়িয়ে দিলে?

‎তবে জেনে রাখো প্রিয়, তুমি নীল বিষাদের জলছাপ হয়ে
‎এ ক্ষত-বিক্ষত হৃদয়ের বিশাল জায়গায় জুড়ে চিরকাল যাবে রয়ে
‎হৃদয়ের আসমানে সাজিয়ে রাখা নক্ষত্র তুমি যাবে না ক্ষয়ে
‎তোমার সকল আঘাত আমি বুক পেতে গ্রহণ করবো হাসিমুখে যাব সয়ে...


০৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।