উপজেলা হিজলা
- মোঃ নাসির উদ্দীন

মেঘনার কোল ঘেঁষে, হিজলার ভূমি,
সবুজে ঘেরা মাঠ, নদীর স্নিগ্ধ গন্ধে।
প্রকৃতির কোলে গড়া, শান্তির দুনিয়া,
হিজলা আমার প্রিয়, হৃদয়ের সুরে বাজে।

শিক্ষার আলো ছড়ায়, হিজলা কলেজে,
কাউরিয়া বন্দর ও সংহতি পাইলট বিদ্যালয়ে।
মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ে,
শিক্ষার্থীরা গড়ে ভবিষ্যতের স্বপ্নে।

সংস্কৃতির রঙে রঙিন, হিজলার জনপদ,
উপজেলা শিল্পকলা একাডেমি, সৃজনশীলতায় ভরপুর।
হাজারও মানুষের ঢল পঞ্চরত্ন বরদা বাবুর মঠে,
হিজলার গর্ব, সাহিত্য ও সংগীতে।

পরিবেশের সৌন্দর্যে, নদী ও সবুজে,
মেঘনার স্রোতে বাজে জীবনের সুর।
প্রকৃতি ও মানুষের মিলনে,
হিজলা হয়ে ওঠে শান্তির নীড়।

খেলাধুলায় উজ্জ্বল, হিজলার নাম,
প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দল।
শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টে,
যুবাদের উচ্ছ্বাস, প্রতিভার প্রকাশ।

ভাষা মিষ্টি, সহজ-সরল,
বরিশালের ছোঁয়া তাতে জড়াল।
সংস্কৃতির রঙে রঙিন জনপদ,
কবি-সাহিত্যিকের গর্বের উদ্ভব।

প্রাচীন সভ্যতার নিদর্শন বহন,
গর্ব করে হিজলা, ইতিহাসের ধ্বনি।
শিল্পকলা একাডেমি, সংস্কৃতির আলো,
উজ্জ্বল করে তোলে, হিজলার ভালো।

তবু কিছু দুঃখ, কিছু ব্যথা,
ভূমিদস্যুরা করে জমির ব্যাঘাত।
মানববন্ধনে ওঠে প্রতিবাদের সুর,
হিজলার মানুষ চায় ন্যায়ের পূর।

শিক্ষার আলো ছড়ায় বিদ্যালয়ে,
উন্নয়নের পথে হিজলা এগিয়ে চলে।
প্রকৃতি, সংস্কৃতি, মানুষের মিলন,
হিজলা উপজেলায় খুঁজে পাই জীবন।

বিশিষ্ট ব্যক্তিরা গড়েছেন হিজলার মান,
শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবায় অবদান।
তাঁদের পথ ধরে, এগিয়ে চলি আমরা,
হিজলার গর্ব, আমাদের অহংকার।


০৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।