নিঃশব্দ শাসন
- মোঃ নাসির উদ্দীন

স্বাধীনতার অর্ধশতক পেরিয়ে,
স্বপ্নের বাংলাদেশ কোথায় হারিয়ে?
গণতন্ত্রের নামে নিঃশব্দ শাসন,
বাকস্বাধীনতা আজ নিছক ভাষণ।

রাজপথে লাশ, চাপে প্রতিবাদ,
সত্য বললেই জোটে অপবাদ।
নেতা-নেত্রীর মুখে উন্নয়নের গান,
পেছনে লুকায় দুর্নীতির মান।

বাজারে আগুন, পকেটে শূন্যতা,
গরিবের কষ্টে নেই কারো ব্যথা।
মধ্যবিত্তের স্বপ্ন আজ ধূলায় মিশে,
বেকার যুবক ভবিষ্যৎ খুঁজে।

শিক্ষায় বাণিজ্য, চিকিৎসায় লোভ,
মানবিকতা যেন আজ এক ধোঁকাবাজি রূপ।
সামাজিক বন্ধন ছিন্ন-ভিন্ন,
স্বার্থপরতায় মনুষ্যত্ব লুপ্তপ্রায়।

তবু আশার আলো জ্বলে অন্তরে,
যুবকের চোখে স্বপ্নের নূর ভরে।
প্রতিবাদের কণ্ঠস্বর উঠুক জেগে,
বাংলাদেশ আবার উঠুক জয়ে।


০৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।