স্মৃতির আলো
- মোঃ আমিনুল এহছান মোল্লা
স্মৃতির আলো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৪-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
১৯৪০ সালে জন্ম নিল ভোরের সোনালি আলোয়,
দরদরিয়ার মাটিতে গড়ল চরিত্রের অমল উদয়।
শীতলক্ষ্যার ঢেউয়ের মতো শান্ত, অচল স্থির, ,
কাপাসিয়ার গর্বে জ্বলে মানুষের হৃদয়ের তীর।
প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহম্মেদের ছোট ভাই,
ন্যায় ও দায়িত্ব বেছে নিলো উজ্জ্বল শান্তি তরে যাই
আইনজীবীর মুকুট মাথায়, ন্যায়ের দীপ জ্বেলে,
উপজেলার চেয়ারম্যান হয়ে জনতার কল্যাণে দোলে।
১৯৮৭ সালে আওয়ামী লীগের পতাকা হাতে ধরে খেল,
মাটির সাথে মিলিয়ে গড়ল মানুষে মানুষের মেল।
১৯৯৬ সালে সংসদে নির্বাচিত, গাজীপুরের প্রতীক,
প্রতিমন্ত্রীর আসনে দায়িত্বে, জনমনের আশার স্পন্দন নিখুঁত।
ছয় মাসের কর্ম্ময় পথ, গৃহায়ন-গণপূর্তে স্বপ্নের দিশা,
রাজনীতির নদীতে ভেসে চলল তার দৃঢ় নিশ্বাস।
পরিবারে শান্তি, স্ত্রীর ভালোবাসা, দুই সন্তানের আলো,
এক ছেলে বিদেশে, অন্য দেশে চিকিৎসায় মানবতার বালো।
২০২১ সালের নভেম্বরে ঢাকায় বিদায় নিলেন,
মৃত্যু হলেও স্মৃতি রবে হৃদয়ে চিরকালীন মিলেন।
তার নামের প্রতিটি অক্ষর বাজে ইতিহাসের ঘণ্টায়,
রাজনীতি ও ন্যায়ের সেতু গড়ল সময়ের স্রোতায়।
মাটির ছোঁয়ায়, মানুষের চোখে, নদীর ঢেউয়ে বয়ে যায়,
আফসার উদ্দিন আহম্মেদ খানের কর্মময় গাথা চিরকাল রয়ে যায়।
প্রত্যেক পদক্ষেপে মানুষের আশা, প্রতিটি শব্দে ন্যায়ের গান,
কাপাসিয়ার গর্ব, দেশের ইতিহাসে তাঁর অবদান অমর মান।
--------------------------------------------------------
০৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।