সমাজের দুশমন
- মোঃ নাসির উদ্দীন
চোরে বলে, রাতের আঁধার ভালো,
ডাকাত হাসে—"আমি নই চোরের চেয়েও চালো!"
একজন ঘরে ঢুকে চুরি করে ধীরে,
আরেকজন রাস্তা কেটে নেয় খোলা খুলি ভাবে।
চোরের পায়ে নেই জুতো, মুখে চাপা কাপড়,
ডাকাত আসে দল বেঁধে, হাতে থাকে চাপাতি ধারাল।
একজন লুকিয়ে চুরি করে বাসন,
আরেকজন লুটে নেয় সোনার খনন।
চোর বলে, "আমি দরিদ্র, তাই করি পাপ",
ডাকাত হেসে বলে, "ক্ষমতা পেলে তুমিও হবে শাপ!"
দু’জনেই ভুল পথে, তবু কেউ বলে গর্ব,
বিনা শ্রমে আয় চাই, তাই করে সন্ত্রাস।
চোর আর ডাকাত — সমাজের দুশমন,
তাদের রুখতেই গড়তে হবে সজাগ মন।
ইমান আর নৈতিকতা হোক অস্ত্র হাতে,
তবেই সমাজ উঠবে দাঁড়িয়ে সোজা মেরুদণ্ডে।
০৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।