এই নামে মুক্তি
- মোঃ নাসির উদ্দীন

লা ইলাহা ইল্লাল্লাহ, জপো রে প্রাণে,
এই কালেমায় শান্তি আসে অজানে।
চোখে অশ্রু, মনে ভয়,
এই বাক্যেই পাবে জয়।

লা ইলাহা ইল্লাল্লাহ — ধ্বনি করো তরে,
আল্লাহই এক, নেই কেউ ঘরে ঘরে।
সকাল সন্ধ্যা, রাতের পিছে,
এই নামেই হৃদয় ভরে নিছে।

নেই আর উপাস্য, নেই আর রব,
আল্লাহই এক, তিনিই সব।
সৃষ্টি, পালন, হায়াত-মউত,
তাঁর ইচ্ছায় বদলায় জীবনের রূত।

এই কালেমা মুখে রাখো সদা,
তাতেই মিলবে শান্তির সুরধা।
সেজদায় যখন কাঁদে প্রাণ,
লা ইলাহা ইল্লাল্লাহ—তবেই পরিত্রাণ।

লা ইলাহা ইল্লাল্লাহ — জান্নাতের চাবি,
এই কথা বললে মিটে যায় কাবি।
মৃত্যুর সময় যদি মুখে থাকে,
রবের রহমতে বেহেশতে ঢুকে।

লা ইলাহা ইল্লাল্লাহ — বিশ্বাসের বল,
এই কালেমায় ইমানের জল।
আওয়াজ তুলো, ভাই ও বোন,
এই নামেই মিলবে মুক্তি রে মন।


০৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।