আমি দিশারি
- মোঃ নাসির উদ্দীন
শিক্ষার আলো বলে, "আমি দিশারি,"
কিন্তু বাস্তবতা—আধা আলো, আধা খারাপারি।
স্কুলে শিক্ষক আছে, মন নেই পড়ায়,
বেতনের জন্য আসে, মন পড়ে অন্য খায়।
নকল চলে খোলাখুলি, টাকার কদর বড়,
অটোপাসে গড়ছে জাতি, ভবিষ্যৎ হয়ে ঝড়।
গরিবের ছেলে পড়ে মাটিতে বসে,
ধনীর ছেলে পড়ে, এসিতে বসে।
প্রশ্ন ফাঁস হয় রাতের আঁধারে,
নীতির বুলি হারায় বাজারে।
ডিগ্রি মেলে, জ্ঞান মেলে না,
শিক্ষার নামে চলছে ছলনা।
শিক্ষা যেন বাণিজ্য এখন,
লাভ-ক্ষতির হিসেব রচন।
মানবিকতা, ন্যায়-নীতি সব লুপ্ত প্রায়,
শিক্ষা কি তবে টাকার খেলা শুধু হয়?
তবু আশার আলো রয় মনে প্রাণে,
সত্যিকারের শিক্ষা ফিরুক ঘরে ঘরে জানে।
নকল, দুর্নীতি হোক দূর চিরতরে,
জ্ঞান আর নীতির আলো জ্বলে সবার ঘরে।
০৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।