আমাদের ছোট্ট বন্ধুরা
- মোঃ নাসির উদ্দীন

আমাদের ছোট্ট বন্ধুরা, খেলে মাঠে হাসে,
রঙিন চোখে স্বপ্ন গড়ে, মিষ্টি মুখে ভাসে।
আকাশ দেখে বলে, “আমি একদিন উড়বো,”
মায়ের কোলে বলেই, “তোমার মতো হবো!”

ক খ গ-তে শুরু করে, শেখে নতুন কথা,
ছোট্ট মনেই লুকিয়ে থাকে, শত রকম ব্যথা।
তবু তারা হাসে খেলে, ঝগড়া করে মানে,
রাগ করলে টুপ করে চুপ, আবার কাছে টানে।

চকলেট আর খেলনা পেলে, দিচ্ছে ঝাঁকে ঝাঁক,
তবু ছোট্ট হৃদয়ে ওরা রাখে বিশাল ভাগ।
ভবিষ্যতের কান্ডারিরা, ভালোবাসায় ভরা,
এসো সবাই মিলে বলি—শিশুরা আমাদের সেরা।


০৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।