মেঘনার কূলে শোভিত হিজলা
- মোঃ নাসির উদ্দীন
মেঘনার কূল ঘেঁষে শোভিত হিজলার ধরণী,
সবুজে মোড়া মাঠে ঝরে ফসলের গন্ধরী।
ধানের পাতা, গমের শিষে, ফসল হাসে মাঠে,
কৃষকের পরিশ্রমে সোনালী হয় প্রতিটি আঁশে।
শিক্ষার আলো ছড়ায় বিদ্যালয় ও মাদ্রাসায়,
কিশোর-কিশোরী গড়ে ওঠে জ্ঞান আর কলায়।
হিজলা কলেজ, পাইলট বিদ্যালয় নামে গর্ব,
জীবনের পাঠ নিয়ে এগিয়ে যায় তারা সবখানে।
সংস্কৃতির মোড়কে বাঁধা গানের ধারা,
নৃত্য, নাটক আর কাব্যে হিজলার সুধারা।
বন্দে আলী মিয়া, আসাদ চৌধুরীর গানে,
মুজিববর্ষে ঝরে পড়েছে গৌরবের স্নানে।
প্রকৃতির কোলে নদী, বনায়নে সবুজ লতা,
পরিবেশ রক্ষায় সচেতন সবাই, প্রকৃতির সাথীতা।
হিজলার বাতাসে মিশে ভালোবাসার গান,
নদীর স্রোত বয়ে নিয়ে যায় শান্তির বাণী প্রাণ।
খেলাধুলায় ক্রীড়া মাঠে বাজে যুবকের গান,
ফুটবল, ক্রিকেট, দৌড়-ধাপে মিশে আনন্দ সঞ্চার।
শেখজাহান স্মৃতি টুর্নামেন্টে উৎসব হয়ে উঠে,
খেলোয়াড়ের সাফল্যে গর্বে মুখর হয় প্রতিটি মুখ।
হিজলার মাটি, মানুষের ঐক্য আর শ্রমের ঝলকানি,
সব দিক মিলেই গড়ে হিজলার গর্বের অনন্য গাথা।
শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, খেলা ও ফসলের সুর,
হিজলা আমার প্রাণের শহর, ভালোবাসার ভবনপুর।
০৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।