সাংবাদিক শামসুল হুদা লিটন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলম হাতে ঝড়ের বেগে ছুটে চলা সত্যযোদ্ধা,
কাপাসিয়ার প্রভাত তারা, তিনি ন্যায়ের প্রদীপকর্তা।

সাংবাদিক রূপে নির্ভীক সিংহ, আঁধারে দেন আগুন জ্বালি,
অসত্যকে করেন পরাজিত, সত্যের বাণী দেন খালি।

কবির কলমে নদীর ঢেউ, ঝর্ণার মতো মধুর ধ্বনি,
মানুষের প্রাণে আশার সেতু গড়ে দেন তিনি নিরন্তর গুণী।

গদ্যের ভাঁজে খুঁজে পাওয়া যায় ধানের গন্ধ, মাঠের সুর,
তাঁর লেখায় জাগে আলো, ভাঙে হতাশার অন্ধ ঘুর।

উপস্থাপনায় আকাশ জুড়ে বাজে বজ্রের অনুরণন,
কণ্ঠে মিশে যায় জনতার প্রাণ, ছড়িয়ে পড়ে নন্দন ধ্বনন।

আবৃত্তিতে তিনি দীপশিখা, শব্দে ঝরে ঝরনার স্রোত,
প্রতিটি ছন্দ বিদ্যুতের মতো, দেয় মানবতার বারতা হোট।

শিক্ষক রূপে কোমল হৃদয়, ছাত্রদের চোখে স্বপ্ন-তারা,
সাংবাদিকতায় বাজ্রগর্জন, অন্যায় ভাঙে দাওয়াই সারা।

কবি, লেখক, উপস্থাপক, আবৃত্তিকার এক সত্তা মহান,
শামসুল হুদা লিটন তাই কাপাসিয়ার গর্ব, আলোকবান।


০৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।