অশান্তির সুর
- মোঃ নাসির উদ্দীন

বাতাসে বাজে অশান্তির সুর,
বাংলাদেশের বুকে ঘনিয়ে মেঘপুর।
জনতার আশা যেন হারিয়ে যায়,
অন্ধকারে ঢাকা স্বপ্নের বাড়ি।

রাজপথে লাঠি আর স্বপ্নে ভয়,
বাক স্বাধীনতা আজ ধুঁকছে গলিতে দোষ।
দুর্নীতি আর অবিচারে ঢেকে গেছে রাস্তাঘাট,
গরিবের কান্না আজ কেউ শুনে না বার বার।

শিক্ষা, চিকিৎসা, জনজীবন খারাপ,
অস্তরাগের ছায়া ঢেকে দেয় আলোর তাপ।
তবু লুকিয়ে আছে এক আশার আলো,
যুবকের হৃদয়ে জাগে পরিবর্তনের ঝলো।

অস্থিরতা যতই গাঢ় হয় দিনে দিনে,
দেশপ্রেম জ্বলে দগ্ধ হয়ে হৃদয়ের বুকে।
একদিন নিশ্চয় হাসবে বাংলাদেশ,
অন্ধকার যাবে, ফিরবে স্বপ্নের রেশ।


০৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।