শিক্ষাই আলো
- মোঃ নাসির উদ্দীন

শিক্ষাই আলো, জ্ঞানের দীপ্তি,
এই পথে হেঁটে মিলবে মুক্তি।
অন্ধকারে পথ হারালে ভাই,
শিক্ষার আলোই পথ দেখায় তাই।

গরিব হোক বা ধনী পরিবার,
শিক্ষা দেয় সমতার আভাস বারবার।
শিক্ষাই শেখায় ভালোকে চেনা,
অজ্ঞতার জালে না পড়া মানা।

শিক্ষা মানে শুধু বইয়ের পাতা নয়,
আচরণে, বুদ্ধিতে, নীতিতে হয়।
মানবতা, ন্যায় আর সত্যের পথ,
এই সব শেখায় শিক্ষা নিরবধি রথ।

শিক্ষিত জাতি গড়তে পারে দেশ,
অশিক্ষায় ডুবে যায় সভ্যতার রেশ।
তাই তো বলি, পড়ো ভাই পড়ো,
জ্ঞান আর গরিমায় জীবন গড়ো।


০৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।