ছেঁড়া সংসার
- মোঃ নাসির উদ্দীন

কষ্টের কাবিনের টাকায় ছেঁড়া সংসার,
কাছে ছিল স্বামী, গেল দূরে তার।
কাতর হৃদয়ে ঝরে আর্শীষ তার,
কোথায় পেলেন সুখের ঠিকানা তার?

কাবিনের দামায় বেদনার স্রোত,
কষ্টে ভরা মন, স্বপ্ন সব ফোট।
কান্নার জল দিয়ে ভিজে হৃদয়,
কষ্টে কাটে দিন, রাতের ছায়া গাঢ়।

কাবিনের টাকায় ছিন্ন ভিন্ন সংসার,
কাজ না করতে পারে স্বামী আবার।
কষ্টের বুকে বেঁধে ভালোবাসার ঘর,
কী করে ভুলব ও সংসারের ছায়া-ছর?

কাবিনের টাকার ভারে সংসার বেদনায় ভাসে,
স্বামী ত্যাগ করল ঘর, স্বপ্নগুলো ম্লান হয়ে যায়।
বুক ভরা আশা নিয়ে ছেড়ে গেল সংসারের কোণা,
অবুঝ মায়ের চোখে ঝরে, অবসন্ন কষ্টের ধারা।

টাকার খোঁজে হারায় মানুষ ভালোবাসার গান,
পরিবারের বন্ধন ছিন্ন, ছুটে চলে অজানায়।
কাবিনের দামায় জড়িয়ে বেঁধে দেয় ব্যথার পরশ,
ঘর ঝরে পড়ে বধূর কপালে কালো দুঃখের মোষ।

তবু আশা ফোটে হৃদয়ে নতুন ভোরের আলোয়,
পরিবার ফিরে আসবে শান্তির বুক ভরাবে আলোয়।
কাবিনের টাকায় নয়, ভালোবাসায় হয় সংসার গড়া,
যেখানে সুখের ঝরনা বয়ে যায় মমতার সুধা।


০৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।