চার চোরের কাণ্ড
- মোঃ নাসির উদ্দীন
পড়া চোর বলে, "আমার চলবে নকল,
অন্যের খাতা কপি করেই পাবো সফল!"
নিজে না পড়ে করে শুধু ছল,
জীবনের দৌড়ে পড়ে যাবে কল!
সময় চোর সারা দিন ফোনে ব্যস্ত,
"কাল পড়ব" বলে, আজকে শুধু মস্ত!
ঘড়ির কাঁটা চলে, কাজ করে না ঠিক,
শেষে দেখে সময় গেছে, বোকামির শিক্ষা নিক!
টাকা চোর পকেট দেখে চোখে আলো,
নিজের কিছু না, তবু হাত চালায় ভালো।
অন্যের কষ্টে জমানো টাকা,
চুরি করে ভাবে, সে-ই যেন এক রাজা!
জোতা চোর স্কুলে গিয়ে চোখ রাখে নিচে,
কার জুতো খুলে গেছে—ভাবনায় সে খুঁচে!
নিজের পুরোনো, চায় নতুন জোতা,
পায়ে পরে ভুলে যায় লাজ আর ভেতোতা!
চার চোরে ভরে গেছে রাস্তা আর ঘর,
শিক্ষা নাও ভাই, নয়তো হবে পর।
সত্য পথে চললে মিলবে সম্মাননা,
চোরের জীবন শুধু দুঃখের বর্ণনা!
০৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।