শীতলক্ষ্যাকে বাঁচাও
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শীতলক্ষ্যাকে বাঁচাও
কলমে মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৪-০৯-২০২৫।
---------------------------------------------
শীতলক্ষ্যা, তুমি সোনালি স্রোতের গান,
পাখির ডানা মেলে ভোরের নীল আকাশে ঝরে পলাশের ধন।
ধানক্ষেত, বাঁশঝাড়, বকুলের মালা,
তীরের গ্রামে বাজে শিশুর হাসির পালা।
জলরাশিতে ভেসে নৌকা, লঞ্চের দল,
খেয়া ঘাটে দাঁড়ায় মানুষ জীবিকা নিয়ে অমল।
মাছ ধরা, চাল, বস্ত্র, কাঠের কারবার,
নদীর জলে মিশে মানুষের স্বপ্ন ও বাজার।
শিল্পাঞ্চলের ধোঁয়া ভেসে নদীর বুক,
ভরাটে বাধা, দূষণে ঘেরা জলমুক্তি নীরব সুখ।
ধাধার চরে ঝরে সবুজ ধানক্ষেত,
ফুলের মালা, পাখির কলরব, চরের তীরে ছায়া মেলেত।
বর্ষার বন্যায় ফসল ভেসে যায় আবার,
তবু চরটি মেলে প্রকৃতির অমল স্নিগ্ধ ভার।
ঝরা পাতার নৃত্য, চরের হাওয়া, সবুজ ছায়া,
শীতলক্ষ্যা, তুমি নদী, তুমি আমাদের আশা ও প্রেরণার দ্যুতি।
তীরের হাটে বাজে চালে ও মাছের হট্টগোল,
নৌকার ধাক্কায় মিশে মানুষের সোনালি ভোল।
শিল্পের কল-কারখানায় ঘরে ওঠে ধোঁয়া,
নদীর জলে মিশে মানুষের কাজ ও জোয়া।
শীতলক্ষ্যা, তুমি নদী, তুমি স্রোত ও প্রাণ,
তোমাকে বাঁচাতে হবে, দূষণ থেকে মুক্তি আনতে মান।
সাগরের দিকে যাও, তবু তুমি অমল,
নদীর ঢেউয়ে বাজে জীবন, আশা ও ধ্রুব জলমল।
মানুষ, শিল্প, বাজার, জীবিকা সব মিল,
কিন্তু নদী বাঁচবে না, যদি আমরা করি অবহেলা ভুল।
শীতলক্ষ্যা, ফিরে আসুক তোমার স্রোত,
পরিষ্কার হবে জল, হাসবে ধাধার চর ও হাটের নীত।
শীতলক্ষ্যাকে বাঁচাও, ফিরুক নব তারুণ্যের জ্যোতি,
তোমার ঢেউয়ে গাইবে মানুষ জীবনের মধুর ছন্দ ও সঙ্গতি।
-------------------------------------------


০৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।