মোরগ-মুরগির প্রেম
- মোঃ নাসির উদ্দীন

মোরগটা হাঁকে, কু-কার-চি-কার,
মুরগীটা লাজে হায়! করে মুখ ভার।
ধানের মাঠে দেখা হয় দু’জনে,
চোখে চোখ পড়ে, প্রেম জাগে মনে।

মোরগ বলে, “চলো বউ হও আমার,”
মুরগী হেসে বলে, “চল তবে এবার!”
একসাথে খুঁটে খায় ধানক্ষেতে,
ডাকে একে অন্যে প্রেমের সুরেতে।

ঝগড়াও হয় কখনো ডিম নিয়ে,
তবু সন্ধ্যায় ফেরে পাশাপাশি গুঁইয়ে।
মোরগ-মুরগী জুটি যেন ঠিক,
ভালোবেসে কাটায় জীবন ছন্দে দারুণ ঠিক!


০৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।