হাতে পরা চুড়ি
- মোঃ নাসির উদ্দীন
হাতে পরা রাঙা চুড়ি, টুং টাং করে বাজে,
শিশির ভেজা সকালের মতো স্বপ্ন মনে সাজে।
মায়ের চুড়ি, বোনের স্মৃতি, না বলা যত কথা,
চুড়ির মাঝে জড়িয়ে থাকে মায়া মমতার পাথা।
রোদে ঝিলমিল রঙিন তারা, বাজে নরম সুরে,
চুড়ির শব্দে ঘুরে বেড়ায় প্রেমের জোনাকিপূরে।
আঙুলের পাশে নাচে তারা, রঙ মেশানো ঢেউ,
চুড়ির সাথে জড়িয়ে থাকে হেসে ওঠা কেউ।
টুকটাক শব্দে বাজে গল্প, চুড়ির ভাঙা স্বর,
কখনো যেন হাসি আনে, কখনো বিষণ্ন কর।
তবু এই চুড়ি পড়ে থাকুক, হাতে যতদিন প্রাণ,
চুড়ির মাঝে বাজুক স্মৃতি, ভালোবাসার গান।
---
০৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।