সভ্যতা ধূলি হয়ে ভাসে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সভ্যতা ধূলি হয়ে ভাসে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৫-০৯-২০২৫ ইং
স্থানঃ রওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*****************************************
আজ পৃথিবী ছুটে চলে অবক্ষয়ের অন্ধ গহ্বরে,
সভ্যতা ধূলি হয়ে ভাসে ঝড়ো হাওয়ার ঘূর্ণি প্রহরে।
মনুষ্যত্ব নিভু প্রদীপ, আঁধার ঘিরে চতুর্দিকে,
দুর্নীতির শকুন ভাসে রক্তমাখা ভাঙা শিকে।

প্রতারক ভণ্ডের দাপট বাজে গিরিখাদের বজ্রধ্বনি,
চাঁদাবাজের হুঙ্কার ঢেকে দেয় শান্তির বাণী।
দম্ভ অহংকারের মেঘে ঢাকা নীলিমার সোনার হাসি,
শালীনতার ফুল ঝরে গেছে মরুপ্রান্তের শূন্য ঘাসি।

বংশে বংশে বিদ্বেষ দগ্ধ, বৈষম্যের কালো ছায়া,
ক্ষমতার জুলুম ছিন্ন করে দুর্বল প্রাণের মায়া।
মবতন্ত্রের রক্তস্রোত ভাসায় পাড়া মহল্লা,
তারুণ্যের রক্তে জাগে নেশার বিষাক্ত জ্বালা।

তবু চাই অবসান হোক অন্ধকারের নেতাধ্বনি,
সাধু-জ্ঞানীর বজ্রশিখায় উঠুক ন্যায়ের জাগ্রত ধ্বনি।
মুক্তির আলো সূর্য হয়ে জ্বালো অন্তরের অন্তরায়,
স্বাধীন পতাকা উড়ুক প্রাণে, নতুন ভোরের রূপে ধায়।
---------------------------------------------------------------------


০৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।