সে কি নেতা ?
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সে কি নেতা ?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৫-০৯-২০২৫ ইং
স্থানঃ রওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*****************************************
হে বিপ্লবী, জাগো আজ, ভেঙে দাও দমনীর শিকল,
যে দানব সমাজে সন্ত্রাসী করে,সে কি নেতা বল?
মূর্খতার মণ্ডপে সে দাঁড়ায় অহংকারে ভরা,
স্বৈরাচারের আগুনে জ্বলে ওঠে সমাজের ধরা।
চাঁদাবাজি তার শিল্প, সন্ত্রাসীরা তার সঙ্গী,
প্রতি পদক্ষেপে ছড়ায় অশান্তি, ভয়ঙ্কর অঙ্গী।
মাদক সিন্ডিকেটে সে বুনে বিষের জাল,
মানবতার হাসি চুরে যায় অন্ধকারের কাল।
খুঁটিবাজ, চালবাজ, গুপ্তচর, মুখোশে ঢাকা,
অকৃতজ্ঞতার শিংয়ে বাজে ধ্বংসের ভাকা।
নেতা নয় সে, আতঙ্কের নৈরাজ্য সাকা,
শৃঙ্খল ভাঙুক, বিদ্রোহ হোক, রণধ্বনি বাজুক লাকা।
জ্বলে উঠুক প্রতিটি হৃদয়, আগুন হয়ে উড়ুক শৃঙ্খল,
অহংকারের প্রাসাদ ভেঙে পড়ুক, পতাকা উড়ুক মুক্তির ঝুল।
নবজীবনের রণভূমিতে জ্বলে উঠুক স্বাধীনতার আশ্বাস,
আমরা বিদ্রোহী, আমরা মুক্তির অমর আগুন প্রকাশ।
-----------------------------------------------------
০৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।