ছোট্ট একটি বিহঙ্গ
- মোঃ নাসির উদ্দীন

আকাশ জুড়ে উড়ে যায়
ছোট্ট একটি পাখি,
ডানা মেলে গান গায়
মিষ্টি তারই হাসি।

গাছের ডালে বসে থাকে
খোঁজে খাবার সারাদিন,
মা ডাকে সে ছুটে আসে
ভরে উঠে মন-প্রবীণ।

আমরাও হবো তার মতো
শিখবো সবার ভাল,
ভালোবাসা সত্য কথা
এই হোক আমাদের আলো।


০৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।